Tuesday, November 8, 2011

পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti-Porn সফটওয়্যার…

বর্তমানে আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। এর জন্য আমরা কত খানি দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই। আপনি একবার আপনার মনকে প্রশ্ন করুন, ভাবুন আপনারই ছোট কোন আদরের ভাই বা বোন যদি আপনারই চোখের সমনে ন্ষ্ট হয়ে যায় সে মুহূত্বে আপনার অনুভূতি কেমনটি হবে। সমজে যখন আপনারই সেই ভাই বা বোন যখন কীটের মতন অপদার্থ, নষ্টা এবং লজ্জাকর ভাবে জীবন যাপন করবে তখন আপনার কেমন লাগবে। কিন্তু সেই সময় হয়তো তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনাও সম্ভব হবে না।
untitled11 পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti Porn সফটওয়্যার...
বাংলাদেশের তরুন-তরুনিদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আপনাকেই নিজের এবং অন্যার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হব। আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে আমাদের “বাংলাদেশ সাইবার আর্মি”  তৈরি করেছে বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাশনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক ক্লিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0lmas পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti Porn সফটওয়্যার...
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BDAnti-Porn v1.0.0.exe তে ক্লিক করুন এবং SN.txt ফাইল থেকে ফ্রী পাসওয়ার্ডটি দিয়ে OK করুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এর পর আপনার কম্পিউটারের যেকোন ব্লাউজার থেকে BDAnti-Porn এর ডাটাবেজে থাকা কোন প্রকার পর্ণ সাইট ভিজিট করা যাবে না।
বর্তমানে অনেকেই এখন পর্ণ কে খুবই সাধারন ভাবে দেখেন। হয়তো এমন এক সময় পর্ণ কাজে সম্পূত থাকাও একটি সাধারন ব্যাপার হয়ে দাড়াবে। আর এর সব নমুনার পরিচয় বা বর্ণনা দেয়া হয়েছে পবিত্র “কুরআন মাজীদে”। মানুষের মৃত্যু যে হবেই এর কোন নিস্তার নেই। আর আপনার দুষ্ট কর্মের শাস্তিও যে একদিন হবেই এরও কোন নিস্তার নেই। আসুন এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি ততটুকুই ভাল কাজ করি, ভাল কাজে মানুষকে প্রেরনা জোগাই।

মূল লেখা : http://www.mdabusufian.co.cc/2011/07/anti-porn.html

2 comments: