Friday, December 16, 2011

জাতীয় পরিচয় পত্র হারিয়েছেন? কার্ডটি ফিরে পেতে যা করতে হবে।

জাতীয় পরিচয় পত্র হারালে-
১. থানায় একটা জিডি করুন।
২. জিডি তে আপনার নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করুন।
৩. হারানো কার্ডের নাম্বার যদি থাকে তবে তাও জিডি তে উল্লেখ করুন।
৪. জিডির ডুপ্লিকেট কপি নিয়ে তালতলায় নির্বাচন কমিশনের অফিসে(বাড়ি নম্বর ৬৭) যাবেন।
৫. প্রত্যেক থানার জন্য আলাদা কক্ষ রয়েছে। আপনার থানার জন্য নির্ধরিত কক্ষে গিয়ে সহকারীকে আপনার সমস্যার কথা জানান।ভোটার আইডি নাম্বার জানা না থাকলে একটা বই থেকে আপনার ছবি, তথ্য এবং ভোটার আইডি বের করতে দিবে।
৬. নিজ দায়িত্বে ভোটার আইডি নাম্বার বের করে এটি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সাত তলায় যেতে হবে। ইসলামিক ফাউন্ডেশন ভবনটি নির্বাচন কমিশন ভবনের পাশেই অবস্থিত।
৭. একটা ফরম পূরন করে জিডির কপি সহ জমা দিতে হবে, সেখান থেকে আপনাকে একটা নেক্সট ডেট জানাবে, সেই ডেটে গিয়ে কার্ড নিয়ে আসতে হবে।

No comments:

Post a Comment