Friday, November 26, 2010

Photoshop কিভাবে এল ?

১৯৮৭ সালে থমাস নল তার ভাই জন নলের সথে মিলে ছবি সম্পাদনার software বানানোর কাজ শুরু করেন।
তারা সাদাকালো ছবির উপর কাজ করছিলেন।
ছ’মাসের মধ্যে ছবি সম্পাদনার জন্য ImagePro প্রগ্রাম তৈরী করেন পরবর্তিতে তার নাম পরিবর্তন করে Photoshop নাম দেন।
তারা প্রোগ্রামটি সমন্ধে এপল ও এডোবি কোম্পানিকে জানায়।
১৯৮৮ সালে এডোবি ফটোশপ প্রগ্রামটি ক্রয় করে বাজারজাত করতে রাজি হয়।
এর পর ফটোশপকে আর পেছনে তাকাতে হয় নি।

No comments:

Post a Comment