Thursday, December 9, 2010

প্রেমের ঋতুবদল

প্রেমের ঋতুবদল

***তৌফিক মিথুন***

*********************** 
বলছি এবার প্রেমের কথা
শোন সবাই শোন,
গ্রীষ্মকালে প্রেম হলো এক
নেই জুড়ি নেই কোন।

বর্ষাকালে দু'জন মিলে 
ছাতা মাথায় দিয়ে,
ভাবছি বসে করেই ফেলি
কদিন পরেই বিয়ে।

শরৎ কালের রাতটি ভরে
ফোনে কথা বলা,
হেমন্ততে মেঠো পথে
দুজন হেঁটে চলা।

শীত কালের ঠান্ডা ভাবে
প্রেম শুকিয়ে যায়,
বসন্ততে নতুন প্রেম
এই কে আছিস? আয়।

এসব করেই দিন মাস আর
বছর ফিরে আসে,
প্রেমিকাদের বাচ্চাগুলো
আমায় দেখে হাসে।



(This Poem is Dedicated to fm Nahid)

No comments:

Post a Comment