Thursday, December 23, 2010

লিখতে থাকুন কীবোর্ড ছাড়াই

কী-বোর্ড ছাড়াই লেখালেখির কাজ এর জন্য আপনাকে
Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard সিলেক্ট করতে হবে।
এর ফলে আপনি স্ক্রীনে একটা কী-বোর্ড দেখতে পাবেন। এবার আপনি যেখানে টাইপ করতে চান, অর্থাত্ এম এস ওয়ার্ড বা নোটপ্যাড উইন্ডোতে, একবার মাউজ দিয়ে ক্লিক করুন। তারপর অন-স্ক্রীন কী-বোর্ডের অক্ষরগুলোর উপর মাউজ দিয়ে ক্লিক করে বিকল্প টাইপিং এর কাজ চালিয়ে যান।

No comments:

Post a Comment