Thursday, December 23, 2010

কালার সিলেকশন কি ?

ফটোশপে রং বাছাই হলো এমনই একটি কাজ যা বলতে বুঝায় রং তুলে নিয়ে বা পছন্দ করে ইমেজের যে অংশে বা যেখানে আপনি ব্যাবহার করবেন ।
ফটোশপ যে কোনো সময় দুইটি কালারই আপনার জন্য মনে রাখবে -
১. ফোরগ্রাউন্ড কালার এবং
২. ব্যাকগ্রাউন্ড কালার
ফোরগ্রাউন্ড কালার ব্যাবহার হয় যখন আপনি কোনো কিছু পেইন্ট করবেন , পূর্ণ করবেন এবং ষ্ট্রোক সিলেকশনের সময় ।
আর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাবহার হয় গ্রাডিয়েন্ট তৈরী করতে , ইমেজের মোছনকৃত অংশ পূর্ণ করতে ।
অবশ্য কিছু ফিল্টারও ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্যাবহার করে ।
আপনি সবসময় কোন কালারটি বর্তমানে নির্বাচিত আছে ফটোশপে টুলবক্সের নিচে সেটি দেখতে পাবেন ।

আর ফটোশপের ডিফল্ট কালার হলো ফোরগ্রাউন্ড কালো এবং ব্যাকগ্রাউন্ড সাদা।

No comments:

Post a Comment