Tuesday, November 8, 2011

বদলে ফেলুন নিজের পৃথিবী

আপনার হয়তো মন খারাপ আপনার জুতো নেই বলে, আপনি দেখতে সুন্দর নয় বলে।
কিন্তু আরেকজনের যে জুতো পড়ার পা টাই নেই, কিংবা অনেক সুন্দর হলেও নিজেকে দেখার আলোটাই নেই।

তাই আপনি যেমন তাতেই নিজেকে সেরা মনে করুন, সৃষ্টিকর্তার শোকর আদায় করুন, আপন আলোয় আলোকিত করুন চারপাশ। বদলে ফেলুন নিজের পৃথিবী, তাহলে আপনার প্রতি পৃথিবীর দৃষ্টি ভঙ্গি বদলে যেতে বাধ্য।

** প্রতিবন্ধি ভাই বোনদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে শেয়ার বাটনে ক্লিক করতে পারেন।

No comments:

Post a Comment