Friday, November 26, 2010

ত্রিমাত্রিক টেক্সট ইফেক্ট তৈরি করুন

ফটোশপ New file খুলুন । ব্যাকগ্রাউন্ড কালার কালো ফোরগ্রাউন্ড কালার কালো নিন।
তারপর কীবোর্ডের Altr+Backspace চাপুন ।

ছবি

টেক্সট টুল সিলেক্ট করুন । ডকুমেন্টে কিছু একটা লিখুন । ফন্ট সাইজ বড় হলে ভালো হয় । 

ছবি

টাইপ টুল সিলেক্ট থাকা অবস্হায় “Wrap টেক্সট বক্স” খোলার জন্য "Create warped Text" বাটনে ক্লিক করুন ।

ছবি

Wrap টেক্সট বক্স থেকে স্টাইল বক্সে “Bulge” সিলেক্ট করুন ।Bend এর ঘরে ৫০ লিখুন । 

ছবি


টেক্সট লেয়ারটি ডুপ্লিকেট করুন ।

টেক্সট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্হায় মাউস পয়েন্টার লেয়ারটির উপর ধরে রাইট ক্লিক করুন যে পপআপ উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট “ডুপ্লিকেট লেয়ার”।

ছবি



লেয়ারস প্যালেটের চোখের চিন্হের মতো আইকনে ক্লিক করে এটাকে হাইড করুন । 

ছবি


এখন নিচের দুইটি লেয়ারকে একসাথে করুন ।


ছবি



মেনু বার থেকে লেয়ার>Merge Visible ক্লিক ।লেয়ারস প্যালেট নিচের চিত্রের মতো দেখা যাবে ।


ছবি


এখন ফিল্টার ইফেক্ট প্রয়োগ করবো >মেনু বার থেকে Filter » Distort » Polar Coordinates ক্লিক ।

ছবি


অপশনস : Polar to Rectangular


ছবি

OK করার পর চিত্র 

ছবি


এখন মেনু বার থেকে Image » Rotate Canvas » 90CW ক্লিক করুন ।
তারপর > Filter » Stylize » Wind ক্লিক 
Method: Wind, Direction: From the left 


ছবি


এখন কীবোর্ড থেকে CTRL+F ১০ বার চাপুন । উইন্ড ইফেক্ট ১০বার রিএপ্লাই হবে । 


ছবি 


এখন ইমেজটিকে আবার রোটেট করবো > Image » Rotate Canvas » 90CCW

তারপর আবার ফিল্টার ইফেক্ট > Filter » Distort » Polar Coordinates
অপশনস : Rectangular to Polar
নিচের চিত্রের মতো এই ধরনের কিছু একটা পাবেন >


ছবি

যে ডুপ্লিকেট লেয়ারটি হাইড করা ছিল সেটিকে এখন আনহাইড বা দৃশ্যমান করবো ।
চোখ চিহ্নিত আইকনে ক্লিক করুন । ডুপ্লিকেট করা টেক্সট লেয়ারটি দৃশ্যমান হবে । 
কালার পরিবর্তন করুন । 


ছবি


তারপর নিচের লেয়ার স্টাইলস গুলো প্রয়োগ করুন 


ছবি
ছবি
ছবি

লেয়ার স্টাইলস প্রয়োগ করার পর ok করুন ।
 ফাইনাল ইমেজ 

ছবি

No comments:

Post a Comment