Friday, November 26, 2010

ফটোসপে ইফেক্ট দিন

প্রথমে ফটোসপ ওপেন করে নতুন ফাইল নিন।  

তারপর Filter > Render > Clouds এ যান।অথবা Filter > Render > Difference Clouds এ যান। 

ছবি

তারপর Filter > Pixelate > Color Halftone এ গিয়ে Radius 4 pixels এবং Channel এ 90 degrees. মান বসিয়ে ওকে করুন। 


ছবি


তারপর Filter -> Distort -> Polar Coordinates এ গিয়ে Rectangular to Polar সিলেক্ট করুন। তারপর Filter > Blur > Radial Blur এ গিয়ে Amount 100, Blur Method Zoom, এবং Quality - Good এ সিলেক্ট করে দিন।

ইমেজটি এমন হবে 

ছবি

কিবোর্ড থেকে Ctrl-F চেপে Radial Blur  করুন 

এরপর Image > Adjustments > Hue/Saturation এ গিয়ে কালার ব্যালেন্স করুন। 


ছবি


তাহলে হবে 

ছবি

 ইমেজটাকে আরেকটু মডিফাই করি। 

এজন্য প্রথমে কিবোর্ড থেকে Ctrl+J চেপে লেয়ার কপি করে নিন। 

দুটো লেয়ার তৈরি হবে 

ছবি

এরপর নতুন লেয়ারটাকে Overlay করুন।

 উপরের চিত্রে খেয়াল করলেই দেখতে পারবেন কিভাবে Overlay করতে হবে। 

তারপর পরের লেয়ারটাকে কালার ব্যালেন্স করুন 

কালার ব্যালেন্স করার পর এমন হবে


ছবি

No comments:

Post a Comment