Thursday, December 2, 2010

বাড়িয়ে দিতে পারেন কম্পিউটার এর স্টার্ট মেনুর গতি

START থেকে RUN এ যান। এবার RUN এ লিখুন, regedit । এবার ok প্রেস করুন।
Untitled 1
দেখুন আপনার কম্পিউটার এর Registry Editor টি ওপেন হয়ে গেছে।
Registry Editor এর বাম দিকে দেখুন, HKEY_CURRENT_USER নামে একটি ফোল্ডার আছে, HKEY_CURRENT_USER এ ডাবল ক্লিক করলে দেখবেন একটা লিস্ট আপনাকে দেখাচ্ছে। এখান থেকে Control Panel টি খুজে ডাবল ক্লিক করুন। আবারও দেখবেন একটা লিস্ট আপনাকে দেখাচ্ছে, এবার এখান থেকে Desktop ফোল্ডার টি খুজে বের করুন। Desktop এ single ক্লিক করুন।
Untitled 2
এবার Registry Editor এর ডান দিকে চলে আসুন, MenuShowDelay নামের একটা entry আপনি দেখবেন। ডাবল ক্লিক করলে একটি বক্স খুলে যাবে, যেখানে আপনি দেখবেন, Value Name এবং Value Data নামের দুটি জায়গা আছে। Value Data তে ডেফল্ট ভেলু দেয়া আছে ৪০০, এটা কে পরিবর্তন করে ০.০০০০০০০০০০০০০০০১ (যত খুশি তত শুন্য দিতে পারেন, তবে শেষে একটা এক দিতে হবে) করে দিন।
Untitled 3
এবার OK প্রেস করে বের হয়ে আসুন। Registry Editor এর ফাইল মেনু থেকে Exit করে বের হয়ে আসুন।
Untitled 4
এবার আপনার কম্পিউটার একবার Restart করে দিন। কম্পিউটার খুললে, আপনি আপনার Start menu ঘুরে আসুন।

No comments:

Post a Comment