Thursday, December 9, 2010

র‌্যামের গতি বাড়িয়ে নিন

উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে।
কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। 
কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন।
 এ জন্য Start থেকে control panel-এ যান।
এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। 
ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন।
এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এ ছাড়া Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। 
এই কাজটি মাঝেমধ্যে করলে আপনার কম্পিউটার গতিশীল থাকবে । 
কিন্তু এটা শাট ডাউনের সময়কে বাড়িয়ে দেয়। মানে কম্পিউটার বন্ধ হতে দেরী হয়।

No comments:

Post a Comment