Thursday, December 23, 2010

কম্পিউটারের গতি বাড়াতে চান?

নানা কারণে আমাদের কম্পিউটারের গতি কমে যায়। মাঝে মাঝে ডিস্ক ডিফ্রিগমেন্টার ব্যবহার করে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যেতে পারে। কম্পিউটারের হার্ডডিস্কের ফাইলগুলো সুবিন্যস্ত করে খালি যায়গা তৈরী করাই ডিস্ক ডিফ্রিগমেন্টার এর কাজ। এর ফলে কম্পিউটারে প্রোগ্রাম চলার গতি বাড়ে।
কিভাবে ডিস্ক ডিফ্রিগমেন্ট করতে হবেঃ
১।  Start-এ ক্লিক করুন।
২। Programs/All programs থেকে Accessories-এ গিয়ে System Tools-এ ক্লিক করুন। Disk defragment অপশন পাবেন।
৩। এখন Disk defragment এ  ক্লিক করুন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার খুলবে। এখানে Hard Disk Drive-এর তালিকা ও নানা তথ্য দেখা যাবে। যেকোনো একটিতে ক্লিক করে সেটি নির্বাচন করুন। এরপর Defragment-এ ক্লিক করুন।
তাহলে হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা শুরু হবে। ডায়ালগ বক্সের নিচে Status বারে লক্ষ রাখুন এবং ডিফ্র্যাগমেন্ট defragmenting শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ডিস্ক ডিফ্র্যাগমেন্ট শেষ হলে একটি মেসেজ বক্স আসবে।  View Report-এ ক্লিক করলে ডিস্ক ড্রাইভ ডিফ্র্যাগমেন্টের সব তথ্য দেখা যাবে।

1 comment:

  1. its so much helpful post.i found it so much useful to all.nice post.

    ReplyDelete